__________________
রঙিন ভালোবাসা
রবিন কায়সার
____________________
আকাশের নীল সীমানায়,
হারিয়ে যেতে চাই দুজনায়।
রংধনুর রঙিন সাজে,
সাজাবো তোমায় বধূ বেশে।
বাতাসে যখন,
উড়বে তোমার চুল!
কানে কানে বলবো গিয়ে,
আমার মনের বাগানে তুমি,
একটি ফুটন্ত গোলাপ ফুল।
রাত শেষে হবে যখন ভোর,
তোমার চুলের খোপায়...
গেথে দিবো রক্তিম কৃষ্ণচূড়া ফুল।
বসন্তের সাজে সাজবে তুমি
পড়ে রঙিন শাড়ি,
পাশে দাঁড়িয়ে বলবো আমি,
মিষ্টি লাগছে ভারি।।
------------------------------
কবিতা নং - ০২
__________________
__________________
ভালোবাসি তাই
রবিন কায়সার
___________________
ভালোবাসি তাই মিশে যেতে চাই,
তোমার কোমল হাত ধরে।
ভালোবাসি তাই তোমাকে চাই,
চাই তোমার ওই মন...
আর কিছু মিষ্টি আলাপন!
ভালোবাসি তাই
তোমার কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দ,
এই হৃদয়ে বাজে সর্বদাই।
ভালোবাসি তাই
এই হৃদয় আকাশে তোমাকে দেখতে পাই।
ভালোবাসি তাই
বৃষ্টিভেজা দিনে তোমার হাত ধরে,
আমি ভিজতে চাই।
ভালোবাসি তাই
জোসনা মাখা রাতে
তোমার পাশে বসে
আকাশের ঐ মিষ্টি চাঁদ
দেখতে চাই।
ভালোবাসি তাই
কুয়াশাচ্ছন্ন ভোরে
তোমার হাতটি ধরে
শিশির ভেজা ঘাসের বুকে হাঁটতে চাই।
ভালোবাসি তাই
তোমার প্রেমে আমি
বার বার, শত কোটি বার পড়তে চাই।।
ভালোবাসার বৃষ্টি
রবিন কায়সার
_________________
কখনো বড় রাস্তার মোড়ে,
কখনো বা কল্পনার ঘোরে,
অপেক্ষার প্রহর গুনি
তোমার স্মরনে....
কারণ খুব বেশী ভালোবাসি তোমাকে,
নাহ! তোমাকে না....
ভালোবাসি তোমার কোমল হৃদয়টাকে।
হৃদয়ের গহীনে একটু ঠাঁই দিও মোরে....
ভালোবেসে যাবো তোমায় সারাজীবন ধরে।
ভাবছো আবেগে বলছি এসব তোমায় !!!
কিন্তু মনে রেখো,
আবেগ ছাড়া হয়না ভালোবাসার সৃষ্টি।
তুমি আমার মনের ঘরে,
দুচোখের দৃষ্টি।
ঘৃনা করো হয়তো জানি খুব!
মনে রেখো,
মেঘ থেকেই বৃষ্টির সৃষ্টি।
ভালোবেসে হৃদয়ে তোমার
ঝড়াবো প্রেমের বৃষ্টি।
তোমাকে ভালোবাসার জন্যই হয়তো,
সৃষ্টিকর্তা করেছেন আমাকে সৃষ্টি!
_____________________
Robin Kawser Rony
Founder
Uchhas Blood Donation Social Welfare Organization.
Phone: 01814-870600
Email: urssblood@gmail.com
Comments
Post a Comment